শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

ই-ক্যাব সদস্যদের জন্য ৫টি বিষয়ে কাজ করতে চায় সোহেল মৃধা।

  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

ই-ক্যাব সদস্যদের জন্য ৫টি বিষয়ে কাজ করতে চায় সোহেল মৃধা।
মোজাম্মেল হক মৃধা ( সোহেল মৃধা) আসন্ন ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ২০২৪-২৬ নির্বাচনের এর একজন পরিচালক পদপ্রার্থী। তিনি নির্বাচিত হলে ই-ক্যাব সদস্যদের জন্য ৫টি বিষয়ে কাজ করতে চায় অর্থাৎ
১. মেম্বার ফ্রেন্ডলি ই-ক্যাব।
২. অ্যাক্সেস টু ইনফরমেশন।
৩. একাউন্টেবিলিটি।
৪. ট্রান্সপারেন্সি।
৫. ওয়ার্ক ফর মেম্বার।

মৃধা সাহেব বলেন, ই-কমার্সের মতো উদীয়মান সম্ভাবনাময় এই খাতে তিনি একজন ক্ষুদ্র সৈনিক। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন ই-কমার্স এবং ই-ক্যাবের সাথে। ই-ক্যাব প্রতিষ্ঠার শুরু থেকেই পাশে থেকেছেন সময়, অর্থ আর শ্রম দিয়ে। ই-ক্যাব এর সেই দুঃসময়ে পাশে থেকে সহযোগিতা করেছে নানাভাবে। প্রতিষ্ঠা করেছেন নিজের একটি ই-কমার্স প্রতিষ্ঠান কিনলে.কম, ই-ক্যাব মেম্বার নাম্বার ৩৩। সাথে প্রতিষ্ঠা করেছেন কিনলেজবস.কম নামে একটি ই-কমার্স ভিত্তিক ক্যাটাগরাইজ জব পোর্টাল যা এখন ই-জবস ওয়ান নামে নতুনভাবে শুরু হয়েছে। একই সাথে বাংলাদেশ পর্যটন বিকাশের সাথেও কাজ করে যাচ্ছে তিনি। সর্বোপরি ২০০৯ থেকে একটি আরএমজি বাইং হাউজ পরিচালনা করে আসছেন, যেটা মূলত সুইডেনের একটা কোম্পানির কান্ট্রি রিপ্রেসেন্টেটিভ হয়ে আছেন তিনি।

সোহেল মৃধা ই-ক্যাব প্রতিষ্ঠার পর থেকে কাজ করেছে ই-ক্যাব এর তিনটা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে একই সাথে প্রান্তিক গ্রাহক পর্যায়ে ই-কমার্সের সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি কাজ করে যাবার চেষ্টা করেছে ক্ষুদ্র এবং নতুন উদ্যোক্তাদের সুযোগ সুবিধা ও অধিকার নিয়ে। ই-কমার্স কে একটি ছোট চারা গাছ থেকে একটি সুবিশাল ইন্ডাস্ট্রিতে রূপান্তরের স্বপ্ন দেখে আসছেন তিনি শুরু থেকে। সেই স্বপ্নের ধারাবাহিকতায় সরব হয়েছে ই-ক্যাব এর বিভিন্ন ইস্যুতে। ভালো মন্দ সকল বিষয়ে এ্যাসোসিয়েশনের সদস্যদের কল্যাণে কথা বলেছেন সবসময়। বিগত বছরগুলোতে ২০২২ সালের নির্বাচনের আগে নমিনেশন ফি কমানো এবং অংশগ্রহণমূলক নির্বাচনের লড়াই করেছে নিজে একাই, অনলাইন, অফলাইন এমনকি মন্ত্রণালয়ে ও ছুটেছেন বহুবার । যার ফলশ্রুতিতে তখন একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছিল এবং তিনিও এর একজন প্রার্থী ছিলেন।সোহেল মৃধা এই সরব ভূমিকা চালিয়ে যেতে চান আগামীর পথ চলায় মেম্বারদের স্বার্থে সবাইকে সাথে নিয়ে । সেই লক্ষ্যেই এবার ২০২৪-২৬ নির্বাচনেও একজন প্রার্থী হয়েছেন তিনি। নিজের ক্ষুদ্র জ্ঞান ও সকলের সহযোগিতায় ইকমার্স সেক্টর কে এগিয়ে নিয়ে যেতে চান আরও বহুদূর। ই-কমার্স সেক্টরকে করতে চান বাংলাদেশের উন্নয়নের অন্যতম একটি চালিকাশক্তি হিসেবে ।

আগামীর স্মার্ট ই-ক্যাবের জন্য পরিবর্তন দরকার বলে মনে করেন সোহেল মৃধা। তিনি আশা করেন এর আগেও যেমনটা মেম্বাররা তাকে নীরব সমর্থন দিয়ে গেছেন মেম্বারদের অধিকার নিয়ে কথা বলার কারণে, এবারেও ২৭ তারিখের নির্বাচনে উনার বিশ্বাস ব্যালটের মাধ্যমে মেম্বাররা সেভাবেই সমর্থন দেবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved  © 2024 5minutebusiness
Theme Customized By BreakingNews