বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন

ই-কমার্স সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তাদের অতি প্রয়োজনীয় সমস্যা গুলো নিয়ে কাজ চাই হাসান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
এস এম নুরুন নবী হাসান প্রধান নির্বাহী কর্মকর্তা, বিক্রয়বাজার ডট কম

ই-কমার্স সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তাদের অতি প্রয়োজনীয় সমস্যা গুলো নিয়ে কাজ চাই নুরুন নবী হাসান

নুরুন নবী হাসান আসন্ন ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ২০২৪-২৬ নির্বাচনের এর একজন পরিচালক পদপ্রার্থী। তিনি নির্বাচিত হলে ই-কমার্স সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তাদের অতি প্রয়োজনীয় সমস্যা গুলো নিয়ে কাজ চান।

২০১৪ সালে কিশোর বয়সে নেয়া ক্ষুদ্র উদ্যোগকে আজকের বিক্রয় বাজার এ রূপান্তর করা তরুণ উদ্যোক্তা এস এম নুরুন নবী হাসান। বর্তমানে তিনি বাংলাদেশী ইকমার্স বাজারের সাত শতাধিক ক্ষুদ্র উদ্যোক্তার পণ্য সরবরাহকারী ও টেকনিক্যাল পৃষ্ঠপোষক হিসেবে সফল ব্যবসা পরিচালনা করছেন

এস এম নুরুন নবী হাসান
প্রধান নির্বাহী কর্মকর্তা, বিক্রয়বাজার ডট কম

তরুণ বয়স থেকে ইকমার্স তথা ডিজিটাল ব্যবসায় আগ্রহী এস এম নুরুন নবী হাসান – কম্পিউটার প্রকৌশল বিদ্যায় শিক্ষা গ্রহণের পাশাপাশি দেশের শীর্ষ স্থানীয় এসোসিয়েশন তথা আমাদের ইকমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ(ই-ক্যাব) এর একজন একনিষ্ট ভলেন্টিয়ার ও ৯ বছরের বেশী সময় ধরে ইক্যাব ইয়ুথ ফোরাম , স্টার্ট আপ স্ট্যান্ডিং কমিটি , ইক্যাব সেলার ফোরামের মত কমিউনিটি পরিচালনায় অত্যন্ত দৃঢ়চেতা ও কর্তব্য পরায়ণতার ছাপ রেখেছেন । এছাড়া ইকমার্স উন্নয়নে দেশের বিভিন্ন যুব সংগঠন এর সাথে সক্রিয় সংশ্লিষ্টতা রয়েছে।

নুরুন নবী হাসান বলেন, “ ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা অনেকেই চিন্তা করে না। একজন ক্ষুদ্র উদ্যোক্তার কষ্ট আরেকজন ক্ষুদ্র উদ্যোক্তা-ই বুঝবে। তাই আসন্ন ই-ক্যাব নির্বাচনে “অগ্রগামী” প্যানেলের সদস্য হিসেবে বাংলাদেশে ই-কমার্সের অদম্য অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বিনীতভাবে ই-ক্যাব এর সকল মেম্বার ভোটারদের সমর্থন এবং ভোট প্রার্থনা করছি। “

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved  © 2024 5minutebusiness
Theme Customized By BreakingNews