ই-কমার্স সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তাদের অতি প্রয়োজনীয় সমস্যা গুলো নিয়ে কাজ চাই নুরুন নবী হাসান
নুরুন নবী হাসান আসন্ন ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ২০২৪-২৬ নির্বাচনের এর একজন পরিচালক পদপ্রার্থী। তিনি নির্বাচিত হলে ই-কমার্স সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তাদের অতি প্রয়োজনীয় সমস্যা গুলো নিয়ে কাজ চান।
২০১৪ সালে কিশোর বয়সে নেয়া ক্ষুদ্র উদ্যোগকে আজকের বিক্রয় বাজার এ রূপান্তর করা তরুণ উদ্যোক্তা এস এম নুরুন নবী হাসান। বর্তমানে তিনি বাংলাদেশী ইকমার্স বাজারের সাত শতাধিক ক্ষুদ্র উদ্যোক্তার পণ্য সরবরাহকারী ও টেকনিক্যাল পৃষ্ঠপোষক হিসেবে সফল ব্যবসা পরিচালনা করছেন
তরুণ বয়স থেকে ইকমার্স তথা ডিজিটাল ব্যবসায় আগ্রহী এস এম নুরুন নবী হাসান – কম্পিউটার প্রকৌশল বিদ্যায় শিক্ষা গ্রহণের পাশাপাশি দেশের শীর্ষ স্থানীয় এসোসিয়েশন তথা আমাদের ইকমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ(ই-ক্যাব) এর একজন একনিষ্ট ভলেন্টিয়ার ও ৯ বছরের বেশী সময় ধরে ইক্যাব ইয়ুথ ফোরাম , স্টার্ট আপ স্ট্যান্ডিং কমিটি , ইক্যাব সেলার ফোরামের মত কমিউনিটি পরিচালনায় অত্যন্ত দৃঢ়চেতা ও কর্তব্য পরায়ণতার ছাপ রেখেছেন । এছাড়া ইকমার্স উন্নয়নে দেশের বিভিন্ন যুব সংগঠন এর সাথে সক্রিয় সংশ্লিষ্টতা রয়েছে।
নুরুন নবী হাসান বলেন, “ ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা অনেকেই চিন্তা করে না। একজন ক্ষুদ্র উদ্যোক্তার কষ্ট আরেকজন ক্ষুদ্র উদ্যোক্তা-ই বুঝবে। তাই আসন্ন ই-ক্যাব নির্বাচনে “অগ্রগামী” প্যানেলের সদস্য হিসেবে বাংলাদেশে ই-কমার্সের অদম্য অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বিনীতভাবে ই-ক্যাব এর সকল মেম্বার ভোটারদের সমর্থন এবং ভোট প্রার্থনা করছি। “