শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

অনুষ্ঠিত হচ্ছে ই-ক্যাব এর ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন, প্রার্থী ২৫জন। 

  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রার্থী হতে আবেদন করেছে ২৫ জন। গত সোমবার নির্দিষ্ট সময়ে বিকাল ৪টার মধ্যে আবেদন জমা দিয়েছেন ২৫ জন প্রার্থী। 

গতবারের নির্বাচনে তিনটি প্যানেল থাকলেও এবারে একটির বেশি প্যানেল হওয়ার সম্ভাবনা নেই। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত এবারের চুড়ান্ত ভোটার ১৩৬৪জন। 

নির্বাচন সচিবলায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাথমিক ভাবে প্রার্থী তালিকায় রয়েছেন,

  • ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের শমী কায়সার
  • বিক্রয়বাজার ডটকমের এস এম নুরুন নবী হাসান
  • ব্রেকবাইটের আসিফ আহনাফ ,ই-সুফিয়ানের মীর সাহেদ আলী
  • রিভেরি করপোরেশন লিমিটেডের নাসিমা আক্তার নিশা
  • ডিজিটাল হাব সলিউশন লিমিটেডের মোঃ সাইদুর রহমান,
  • বিজিডি অনলাইন লিমিটেডের শফিকুল ইসলাম,
  • এক্সপ্রেস ইন টাউন লিমিটেডের সৈয়দ উসওয়াত ইমাম,
  • কিনলে ডটকম এর মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা,
  • ক্লিন ফোর্স লিমিটেডের মোঃ তাশদিক হাবিব, মেনসেন মিডিয়ার তৌহিদা হায়দার,
  • ইন্সট্র্যাক্টরি’র খোন্দকার রিফাত মোজাম্মেল হক, যাচাই ডটকমের আব্দুল আজিজ,
  • টেকনিশিয়ান টেকনোলজি লিমিটেডের সোরাব হোসেন,
  • ডায়াবেটিস স্টোর লিমিটেডের মোহাম্মদ সাহাব উদ্দিন,
  • পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের মোঃ খায়রুল করিম অন্তু,
  • ফুডপ্যান্ডা বাংলাদেশ লিমিটেডের সৈয়দা আম্বরীন রেজা, দারাজ বাংলাদেশ লিমিটেডের খন্দকার তাসফিন আলম, পেপারফ্লাই প্রাইভেট লিমিটেডের শাহরিয়ার হাসান,
  • সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের মোহাম্মদ ইলমুল হক, শেয়ারট্রিপের কাশেফুর রহমান,
  • ক্র্যাফ্টসম্যান সল্যুশনের মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম,
  • অর্পন কমিউনিকেশন লিমিটেডের মোহাম্মদ আব্দুল হক,
  • ফোকাস ফ্রেম এর মোঃ রুহুল কুদ্দুস ছোটন এবং নওরিন’স মিররের হোসনেরা নুরি (নওরিন)। 

ই-ক্যাব এর সাধারণ মেম্বারদের দাবি হচ্ছে তারা এবার মেম্বার বান্ধব ই-ক্যাব চাই। যারা নির্বাচিত হবে তারা যেন ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করে এই কামনা করছে মেম্বাররা।উল্লেখ্য যে, আগামী ২৭শে জুলাই অনুষ্ঠিত হচ্ছে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর দ্বি-বার্ষিক নির্বাচন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved  © 2024 5minutebusiness
Theme Customized By BreakingNews